ময়মনসিংহ স্টেডিয়ামের বেহাল দশা, ঝড়ে উড়ে গেল ডাগআউট

২ সপ্তাহ আগে
ফেডারেশন কাপের ফাইনালে মঙ্গলবার (২২ এপ্রিল) ঘটেছে বহু অনাকাঙ্ক্ষিত ঘটনা। প্রথমার্ধ্ব শেষ, দ্বিতীয়ার্ধের খেলা সবে মাত্র মাঠে গড়িয়েছে, আর তখনই হঠাৎ এক ঝড়েই লণ্ডভণ্ড সবকিছু। মুহূর্তেই উড়ে গেল ডাগ আউট, ভেঙে পড়লো প্রেসবক্সের কাঠামো।

স্কোর বোর্ড দেখে বুঝার উপায় নেই আদতে এখানে কোনো ম্যাচ চলছে। ১ ঘণ্টার বৃষ্টিতে মাঠ পানিতে টইটুম্বুর। নেই পানি নিষ্কাশনের অত্যাধুনিক ব্যবস্থা। টেবিল দিয়ে পানি সরানোর চেষ্টা মাঠ কর্মীদের। এমন বেহাল দশা ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচে। দেশের ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে এমন দৃশ্য অবাক করেছে সবাইকে।

 

দীর্ঘ সময় এই স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করলেও সংবাদকর্মীদের জন্য নেই কোনো প্রেস বক্স ফ্যাসিলিটি। আচমকা ঝড়ে নামে মাত্র অস্থায়ী প্রেসবক্সটিও অকেজো হয়ে পড়ে। এতে বিপাকে পড়তে হয়েছে গণমাধ্যম কর্মীদেরও।

 

হামজা-সামিতদের দিয়ে সমর্থকদের মন ভুলিয়ে রাখলেও, টুর্নামেন্ট ব্যবস্থাপনা নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই বাফুফের। গ্যালারি, ডাগআউট, মাঠ সব কিছুই সেকেলে।

 

আরও পড়ুন: বসুন্ধরা-আবাহনীর ঘটনাবহুল ফাইনাল স্থগিত

 

সব মিলিয়ে অবকাঠামোর সংকট থাকলেও এখানে ম্যাচ আয়োজন করছে বাফুফে। তবে এ বিষয়ে কথা বলতে গেলেই মুখে কুলুপ ফেডারেশন কর্তাদের।

 

ফেডারেশনের পাশাপাশি দায় এড়াতে পারে না এনএসসিও। যদিও স্টেডিয়াম সংস্কারের জন্য ক্রীড়া পরিষদের কাছে দাবি জানানোর কথা জানান জেলা প্রশাসক মফিদুল আলমের।

 

আরও পড়ুন: ফাইনাল স্থগিত করা নিয়ে নাখোশ আবাহনীর ম্যানেজার

]]>
সম্পূর্ণ পড়ুন