ক্লাবের এই আচরণে অনেকটা অবাক হয়েছেন বলে জানিয়েছেন ডি ব্রুইনা। তিনি বলেন, 'আমি অনেকটা অবাক হয়েছি যে ম্যানসিটি আমাকে নতুন চুক্তির প্রস্তাবই দেয়নি।'
তিনি আরও বলেন, 'পুরো বছর আমার কাছে কোনো প্রস্তাব ছিল না এবং সিটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। অনেক অবাক হয়েছি কিন্তু মেনে নিতে হবে।'
'সত্যিকার অর্থে আমি মনে করি এই পর্যায়ে পারফর্ম করতে পারব। কিন্তু এটাও বুঝি যে ক্লাবকে এমন সিদ্ধান্ত নিতে হয়, ' তিনি যোগ করেন।
আরও পড়ুন: বসুন্ধরা-আবাহনীর ঘটনাবহুল ফাইনাল স্থগিত
২৩ বছর বয়সে ম্যানসিটিতে যোগ দিয়েছিলেন ডি ব্রুইনা। এখন এই তারকার বয়স ৩৩। বয়স বাড়লেও নিজেকে এখনও প্রমাণ করতে পারবেন বলে মনে করেন এই ফুটবলার, 'আমার বয়স এখন আর ২৫ নেই। তবে এখনও নিজের কাজটা ঠিকভাবেই করতে পারি। আমি ভবিষ্যতের জন্য প্রস্তুত।'
জার্মান ক্লাব উলভসবুর্গ থেকে ২০১৫ সালের আগস্টে সিটিতে যোগ দিয়েছিলেন ডি ব্রুইনা। ১০ বছরে ক্লাবটির হয়ে ৬টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি এফএ কাপসহ জিতেছেন বেলজিয়ান কিংবদন্তি।
]]>