ম্যানচেস্টারে গিয়ে ইউনাইটেডের খেলোয়াড়দের সঙ্গে দেখা করলেন ভারতীয় ক্রিকেটাররা

৪ সপ্তাহ আগে
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতীয় ক্রিকেট দল এখন ইংল্যান্ডে। সিরিজের চতুর্থ টেস্ট খেলতে ম্যানচেস্টারে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। তবে সেখানে গিয়ে রোববার (২০ জুলাই) দিনটা একটু অন্যরকম কাটল গিল-রাহুলদের। এ দিন ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়দের সঙ্গে দেখা করেছেন ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা।

ম্যানচেস্টারের অনুশীলনের মাঠ ক্যারিংটনে স্বাগত জানানো হয় ভারতীয় ক্রিকেটারদের। সেখানে ভারতীয় ক্রিকেট দল এবং ম্যানচেস্টার ইউনাইটেডের সকল খেলোয়াড়দের জার্সি বিনিময় করতে দেখা যায়। ভারতের ক্রিকেটাররা ম্যান ইউনাইটেডের জার্সি এবং ইউনাইটেডের ফুটবলাররা ভারতের জার্সি পরেন। 

 

ভারতীয় ক্রিকেট দল এবং ম্যানচেস্টার ইউনাইটেড- দুই দলেরই জার্সির স্পনসর আমেরিকার একটি সংস্থা। তাদের উদ্যোগেই ম্যানচেস্টারে দুই দলের এই ফটোশুট আয়োজন করা হয়েছিল। 

 

আরও পড়ুন: মিরপুরের পিচ টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য আদর্শ নয়: পাকিস্তান কোচ

 

সেখানে দেখা গেছে, ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক হ্যারি ম্যাগুয়ের প্যাড পরে ব্যাট করছেন। মোহাম্মদ সিরাজ তাকে কয়েকটি বল করেছেন। এরপর দুজনকে খোশগল্পে মাততেও দেখা যায়। 

 

একসঙ্গে ফটোশুট দুই দলের।একসঙ্গে ফটোশুটে দুই দলের খেলোয়াড়রা। ছবি: সামাজিক যোগাযোগমাধ্যম

 

রিশভ পন্ত তো রীতিমতো ক্রিকেটার থেকে ফুটবলার হয়ে গিয়েছিলেন। বেশ কয়েকটি পেনাল্টি শটও নিয়েছেন তিনি। গোল পোস্টের নিচে ছিলেন টম হিটন। 

 

আরও পড়ুন: হেরমান-ফন ডুসেন ঝড়ে জিম্বাবুয়েকে হারাল দ. আফ্রিকা

 

এদিকে ম্যাগুয়ের এবং কাসেমিরোর সঙ্গে গল্প করতে দেখা গেছে মোহাম্মদ সিরাজকে। জসপ্রীত বুমরাহ কথা বলেছেন ম্যাসন মাউন্টের সঙ্গে। কোচ গৌতম গম্ভীরকে দেখা গেছে আমোরিমের সঙ্গে হাসিমুখে ছবি তুলতে। পরে আমোরিমের সঙ্গে হাসিঠাট্টা করেন শুভমন গিলও। সব মিলিয়ে দিনটা বেশ ভালোই কেটেছে দুই দলের খেলোয়াড়দের কাছে। 

 

২৩ জুলাই থেকে শুরু হবে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার ৫ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচ। অন্যদিকে প্রাক মৌসুমের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৭ আগস্ট আর্সেনালের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের পরবর্তী মৌসুম শুরু করবে রেড ডেভিলরা।

]]>
সম্পূর্ণ পড়ুন