ম্যানচেস্টার সিটির বিপক্ষে থাকছেন না রিয়ালের ‘বিপদের বন্ধু’ ভাসকেজ

১ মাস আগে
যে কেউ স্বীকার করবেন, লুকাস ভাসকেজ অত বড় তারকা নন। তবুও রিয়াল মাদ্রিদে তার গুরুত্ব কম নয়। এমনই গুরুত্বপূর্ণ যে, বিপদ আসলে তাকেই বেশি প্রয়োজন পড়ে স্প্যানিশ ক্লাবটির।

রক্ষণভাগে লোক নেই? ভাসকেজকে চালিয়ে দাও। মিডফিল্ডে লোক লাগবে? ভাসকেজ আছেন। আক্রমণভাগে প্রয়োজন? এখানেও ভাসকেজ। ভাসকেজ রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারে বেশিরভাগ সময়ই বেঞ্চে কাটিয়েছেন। যে কোনো পজিশনের কেউ ইনজুরিতে পড়লে তার ডাক পড়বেই। রিয়ালের এই ‘বিপদের বন্ধু’ হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। ধারণা করা হচ্ছে, সুস্থ হতে অন্তত ১৫–২০ দিন লাগবে তার।


রিয়াল মাদ্রিদ এক বিবৃতি দিয়ে বলেছে, ‘একটি পরীক্ষার পর রিয়াল মাদ্রিদের মেডিক্যাল বিভাগ ভাসকেজের ইনজুরির ব্যাপারে নিশ্চিত হয়েছে। তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের মাংশপেশিতে চোট ধরা পড়েছে।’


আরও পড়ুন: বিতর্কিত পেনাল্টি নিয়ে মুখ খুললেন আনচেলত্তি, রেফারিং নিয়ে সন্তুষ্ট সিমিওনে


ভাসকেজ এমন সময়ে চোট পেয়েছেন, যখন তার দল চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলতে ইতিহাদে যাচ্ছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুদল প্লেঅফের প্রথম লেগে মুখোমুখি হবে। নিশ্চিতভাবেই ভাসকেজ ম্যাচটি মিস করছেন। রিয়াল বিবৃতিতে বলেছে, ‘ভাসকেজ এই ম্যাচের জন্য আমাদের সফরসঙ্গী হচ্ছেন না।’


বড় ভয়ের কথা হলো, ভাসকেজের ইনজুরির আগেই রিয়াল মাদ্রিদের রক্ষণভাগ ইনজুরিতে পর্যুদস্ত। গত বছরের অক্টোবরে ইনজুরিতে পড়া দানি কারভাহাল ফিরবেন আগস্টে, এডার মিলিটাও-ও তা-ই। এই দুজনই এরইমধ্যে ৪০টির বেশি ম্যাচ মিস করে ফেলেছেন। সপ্তাহখানেক আগে চোটে পড়া টনি রুডিগার ফিরবেন ২১ ফেব্রুয়ারি। ফের চোট পাওয়া ডেভিড আলাবার ফেরার বিষয়ে কোনো সঠিক তথ্য জানা যায়নি।

]]>
সম্পূর্ণ পড়ুন