আন্দ্রে ওনানাকে অনেক আশা নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে নিয়ে এসেছিলেন এরিক টেন হ্যাগ। কিন্তু আস্থার প্রতিদান দিতে ব্যর্থ ওনানা। প্রায়ই হাস্যকর ভুলে দলকে বিপদে ফেলেন এই ক্যামেরুনিয়ান গোলরক্ষক। টেন হ্যাগ বিদায় নিলেও ইউনাইটেডের নম্বর ওয়ান গোলরক্ষকের জায়গা ধরে রেখেছিলেন তিনি। অনেকটা বাধ্য হয়েই তাকে খেলাচ্ছিলেন নতুন কোচ রুবেন আমোরিম।
কিন্তু ধৈর্যের বাধ অবশেষে ভেঙে গেছে রেড ডেভিলদের পর্তুগিজ কোচের। ইউরোপা লিগে গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) লিওঁর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ইউনাইটেড। এই ম্যাচে ওনানার ভুলেই গোল দুটি হজম করতে হয়েছিল। ম্যাচের আগে মাতিচের করা দাবিকে সত্য প্রমাণেই যেন মাঠে নেমেছিলেন ২৯ বছর বয়সী এই ক্যামেরুনিয়ান।
এমন পারফরম্যান্সের পর একাদশ থেকে ওনানার বাদ পড়াটা মোটামুটি নিশ্চিতই ছিল। কিন্তু কোচ আমোরিম আরও বড় চমক দিলেন। রোববার (১৩ এপ্রিল) সেন্ট জেমস পার্কে স্বাগতিক নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডেই ওনানাকে রাখেননি আমোরিম।
আরও পড়ুন: প্রিমিয়ার লিগে এডারসনের ভিন্নধর্মী রেকর্ড
বিবিসি ক্লাবের সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, 'বিশ্রাম ও নেতিবাচক আলোচনা থেকে বিচ্ছিন্ন' রাখতেই এই গোলরক্ষককে নিউক্যাসলের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি। আগামী বৃহস্পতিবার (১৭ এপ্রিল) লিওঁর বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে ইউরোপা লিগের ফিরতি লেগের ম্যাচেই তাকে স্কোয়াডে ফেরানো হবে বলে সূত্রটি জানিয়েছে।
ওনানার বদলি হিসেবে তুরস্কের গোলরক্ষক আলতায় বায়িন্দির এই ম্যাচে ইউনাইটেডের গোলবার সামলাবেন। চলতি মৌসুমেই প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে খেলছেন এই গোলরক্ষক। এটি লিগে মোটে তার ষষ্ঠ ম্যাচ হতে যাচ্ছে। বায়িন্দির গত জানুয়ারির পর আর মাঠে নামেননি। চলতি মৌসুমে ইউনাইটেড তাকে শুধু লিগ কাপের ম্যাচগুলোই খেলিয়েছে।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ওনানার ভুলে ৮টি গোল হজম করেছে ইউনাইটেড, যা লিগে সর্বোচ্চ।
এদিকে ইউনাইটেডের বিপক্ষে আজকের ম্যাচে নিউক্যাসল খেলতে নামবে কোচ এডি হাউয়িকে ছাড়াই। গত কয়েকদিন থেকে অসুস্থ অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ বছর বয়সী হাউয়ি।