বুধবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, আইনজীবী ম্যাথিউ হুইটেকারকে উত্তর আটলান্টিক প্রতিরক্ষা সামরিক জোটে (ন্যাটো) যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
ম্যাথিউ হুইটেকারকে ন্যাটোতে রাষ্ট্রদূত করার ঘোষণা দিয়ে এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ম্যাথিউ একজন শক্তিশালী যোদ্ধা এবং দেশপ্রেমিক। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখবেন এবং রক্ষা করবেন। ম্যাথিউ আমাদের ন্যাটো মিত্রদের সাথে সম্পর্ক জোরদার করবেন এবং শান্তি ও স্থিতিশীলতার হুমকির মুখে দৃঢ় থাকবেন। তিনি আমেরিকাকে প্রথম স্থান দেবেন।’
আরও পড়ুন: রেসলিং কোম্পানির সাবেক সিইওকে শিক্ষামন্ত্রী করছেন ট্রাম্প!
ম্যাথিউ হুইটেকার ট্রাম্পের প্রথম শাসনামলে তিন মাসের জন্য ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ট্রাম্পের প্রথম মেয়াদে ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্রে সম্পর্ক বেশ উত্তেজনাপূর্ণ ছিল। ন্যাটো জোটের কার্যকারিতা নিয়ে ট্রাম্প প্রথম থেকেই সংশয়বাদী। ট্রাম্পের অভিযোগ, আমেরিকা সুরক্ষার যে প্রতিশ্রুতি দিয়েছে, ইউরোপ বিনা খরচে তার সুবিধা নিচ্ছে।
আরও পড়ুন: ট্রাম্পের বাণিজ্যমন্ত্রী হচ্ছেন ধনকুবের হওয়ার্ড লাটনিক
চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, সামরিক জোট ন্যাটোতে যেসব সদস্য দেশ তাদের নির্ধারিত চাঁদা দেবে না, সেসব দেশে হামলা করতে রাশিয়াকে উৎসাহিত করবেন।
]]>