আজকের প্রকাশিত বিজ্ঞপ্তিতে দর্শকদের জন্য বেশকিছু নির্দেশনা দিয়েছে বিসিবি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- মোবাইল এবং মানিব্যাগ ব্যতীত অন্য কোনো সামগ্রী নিয়ে স্টেডিয়ামে ঢোকা যাবে না। অতিরিক্ত ব্যক্তিগত সামগ্রী স্টেডিয়ামের কোথাও সংরক্ষণের সুযোগ থাকবে না। নারী দর্শকরা তাদের হ্যান্ডব্যাগ নিয়ে ঢুকতে পারবেন না। নির্দিষ্ট গেট দিয়ে ঢোকা এবং নির্দিষ্ট জায়গায় গাড়ি পার্কিংয়ের জন্যও নির্দেশনা দেয়া হয়েছে।
আরও পড়ুন: বিশ্বের যেকোনো মাঠে বাংলাদেশ ভালো দল: পাকিস্তান অধিনায়ক
গত ১৩ জুলাই বাংলদেশ-পাকিস্তান সিরিজের টিকিটমূল্য প্রকাশ করে বিসিবি। টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে ৩০০ টাকা। ইস্টার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে এই দামে। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড এবং নর্দার্ন গ্যালারির টিকিটের দাম ৪০০ করে। ক্লাব হাউজের টিকিটের দাম ধরা হয়েছে ৮০০ টাকা। সর্বোচ্চ সাড়ে তিন হাজার টাকা দাম ইন্টারন্যাশনাল লাউঞ্জের টিকিট। এছাড়া গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে আড়াই হাজার এবং ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিট মিলবে দেড় হাজার টাকায়।
বিসিবির নির্ধারিত ওয়েবসাইট www.gobcbticket.com.bd তে পাওয়া যাচ্ছে সিরিজের টিকিট।
আগামী ২০, ২২ ও ২৪ তারিখ ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। তিনটি ম্যাচই হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।