যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান বাহিনী ঘাঁটির আবহাওয়া দফতর এ তথ্য নিশ্চিত করেছে।
গত কয়েক দিন ধরেই যশোরে উত্তুরে হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীত। শনিবার ভোরে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল পুরো জেলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও শীতে স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।
তীব্র শীতে বিশেষ করে বিপাকে পড়েছেন নিম্নআয়ের ও শ্রমজীবী মানুষ। হাড়কাঁপানো ঠান্ডার কারণে ভোরে কাজে বের হতে পারছেন না দিনমজুর ও রিকশাচালকরা। অনেককে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।
আরও পড়ুন: মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায়
এদিকে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসায় শিশু ও বৃদ্ধদের মধ্যে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। স্থানীয় হাসপাতালগুলোতে সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বজলুর রশিদ টুলু জানান, শিশু ওয়ার্ডে ভর্তি রোগীর চাপ অনেক বেশি। বর্তমানে নির্ধারিত শয্যার তিন গুণ বেশি রোগী ভর্তি রয়েছে। এ ছাড়া প্রতিদিন শত শত রোগী বহির্বিভাগ থেকে চিকিৎসা নিচ্ছেন। শিশুসহ ঠান্ডায় আক্রান্তদের গরম কাপড়ে রাখা ও গরম খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক।
আবহাওয়া অফিস জানিয়েছে, কুয়াশা ও হিমেল বাতাসের এই ধারা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
]]>
২ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·