মৌলভীবাজারে হত্যা-ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬

৪ সপ্তাহ আগে
মৌলভীবাজারে ২টি হত্যাকাণ্ড ও ডাকাতি-ছিনতাইয়ের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এক প্রেসব্রিফিংয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা এসব তথ্য জানিয়েছেন। 


তিনি জানান, কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঁঠালকান্দি গ্রামে জমাজমি নিয়ে বিরোধের জের ধরে আপন চাচা মাসুক আলী ধারালো দা দিয়ে আপন ২ ভাতিজিকে কুপিয়ে হত্যা ও তাদের মা হাজেরা বেগমকে মারাত্মক আহত করে আত্মগোপনে চলে যায়। পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় ৪ জুন তাকে আদমপুর মধুভাগ এলাকা থেকে গ্রেফতার করে। এছাড়া গত ৩১ মে ভোরে কমলগঞ্জের লাউয়াছড়ায় গাছ ফেলে গণডাকাতির সঙ্গে জড়িত জাহান আহমদ রাজুসহ ৩ জনকে মৌলভীবাজারের বিভিন্ন স্থানে পুলিশ  অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। 

আরও পড়ুন: মৌলভীবাজারে দুই ভাতিজিকে হত্যায় জড়িত চাচা গ্রেফতার

সেই সঙ্গে লুট হয়ে যাওয়া ৭ টি মোবাইল সেট ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। এছাড়াও শ্রীমঙ্গলে বিকাশে কর্মরত খলিলুর রহমান ও মইনুল ইসলাম নামে দুই ব্যক্তি ছিনতাইয়ের ঘটনা সাজিয়ে ২ লাখ ২১ হাজার টাকা আত্মসাৎ করে। এতে পুলিশি তদন্তে প্রকৃত ঘটনার সঙ্গে তারা দুজনই জড়িত থাকায় পুলিশ তাদের গ্রেফতার করা হয়। 


প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, ডাকাতি ঘটনার সঙ্গে একটি চক্র জড়িত রয়েছে। হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে এসে তারা স্থানীয় লোকজনের সহায়তা নিয়ে বিভিন্ন এলাকায় ডাকাতি করছে। এ চক্রকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন