মৌলভীবাজারে প্রতিপক্ষের হামলায় নিহত ২

২ সপ্তাহ আগে
পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় সীমান্ত উপজেলা বড়লেখার মাঠগুদাম এলাকায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ জন।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কেচরীগুল মাঠগুদাম এলাকায় এ ঘটনা ঘটে।

 

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কেচরীগুল মাঠগুদাম এলাকায় আব্দুল কাইয়ুম ও জামাল উদ্দিন নামে তারা দুই ভাই অবস্থান করছিলেন। 

আরও পড়ুন:  পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ যুবক নিহত

এ সময় আকস্মিকভাবে প্রতিপক্ষ জমির উদ্দিন তার দলবল নিয়ে তাদের ওপর ধারালো দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে দুজন মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে আব্দুল কাইয়ুম ও জামাল উদ্দিন মারা যান। আহত হন জমির উদ্দিন। তাকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন