মৌলভীবাজারে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

৩ সপ্তাহ আগে
মৌলভীবাজারে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই জুবের ও কামরুল নামে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মাহবুব নামে আরেকজন।

শনিবার (৭ জুন) রাত ১১টার দিকে শমশেরনগর সড়কের শ্যামেরকোনা এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত মাহবুবকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

আরও পড়ুন: দু’শো বছরের পুরোনো চামড়া ব্যবসা কেন্দ্রটিতে দীর্ঘদিন পর এবার লাভের আশা

 

পুলিশ ও স্বজনরা জানান, জুবের ও কামরুল কমলগঞ্জ থেকে মোটরসাইকেলে মৌলভীবাজার শহরের দিকে যাচ্ছিলেন। শ্যামেরকোনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং মাহবুব নামের আরেক আরোহী গুরুতর আহত হন।

 

এদিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় শ্বশুরবাড়িতে কোরবানির মাংস নিয়ে যাবার পথে আরেকটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শাহেদ হোসেন নামে এক যুবক। এ দুর্ঘটনায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে।

]]>
সম্পূর্ণ পড়ুন