মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর এলাকার শাসন গ্রাম (ইলমপাড়া) এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের টিম লিডার সুলাইমান আহমদ।
তিনি জানান, ভূনবীর এলাকার শাসন গ্রামে মূল গ্যাস লাইনের পাইপে বিকাল পাঁচটার দিকে লিকেজ দেখা দেয়। ধীরে ধীরে লিকেজের পরিমাণ বেড়ে গিয়ে রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়, যা তাৎক্ষণিকভাবে চারপাশে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: প্রকাশ্যে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন, প্রাণ গেল রিকশাচালকের
খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলেও জানান সুলাইমান আহমদ।
ফায়ার সার্ভিস জানায়, আশপাশে কোনো বাড়ি না থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। লিকেজ বন্ধ করে দেয়া হয়েছে। মূল গ্যাস লাইনের উপস্থিতি থাকায় এ এলাকার বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পাওয়া গেছে।
]]>