মৌলভীবাজারে ঈদ জামাত কখন, কোথায়

৩ সপ্তাহ আগে
প্রতি বছরের মতো এবারও হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র.) পৌর ঈদগাহ মাঠে ঈদের প্রধান তিনটি জামাত অনুষ্ঠিত হবে।

প্রথম জামাত সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৬টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৭ টায় ও তৃতীয় জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে।

মৌলভীবাজার পৌর প্রশাসক ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ৩৫ জেলায় বইছে তাপপ্রবাহ, ঈদের দিন বৃষ্টি হবে?

তিনি জানান, প্রথম জামাত সকাল সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে। প্রথম এ জামাতের ইমামতি করবেন জেলা জামে মসজিদের খতিব ও মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মোহাম্মদ শামসুল ইসলাম। সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করবেন বায়তুল মোনাওয়ার জামে মসজিদের (স্ট্যান্ড মসজিদ) খতিব, জামেয়া দ্বীনীয়া মৌলভীবাজারের অধ্যক্ষ, হাফিজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।  


এ জামাতের ইমামতি করবেন বায়তুল আমান জামে মসজিদের খতিব ও মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল শেখ মোহাম্মদ আব্দুল হক। সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করবেন শান্তিবাগ জামে মসজিদের ইমাম মাওলানা মুজাম্মেল হক মাহিরী। এছাড়াও তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮ টায়। 

আরও পড়ুন: দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খালেদা জিয়া ও তারেক রহমান

এ জামাতের ইমামতি করিবেন সুলতানপুর জামে মসজিদের খতিব ও আল জামেয়াতুল ইসলামিয়া দারুল উলুম এর মুহতামিম মুফতি মাওলানা শামছুজ্জোহা। সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করবেন কাজিরগাঁও জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী মো. মুহাররম আলী।


অপরদিকে জেলা শহরের অন্য মসজিদগুলোতেও বিভিন্ন সময়ে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন