রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভার সামনে এই নৃশংস ঘটনাটি ঘটে। তার বাড়ি শহরের পূর্ব হিলালপুর গ্রামে, বাবার নাম জহিরুল ইসলাম।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, রোববার রাতে সুজন মিয়া পৌরসভার সামনে একটি ফুচকা দোকানের পাশে অবস্থান করছিলেন। এ সময় কিছু যুবক আকস্মিকভাবে তার বুকের দিকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। তবে কী কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনও কিছু জানাতে পারেনি।
আরও পড়ুন: হাওড়ের বোরো চাষিদের কপালে দুশ্চিন্তার ভাঁজ
আহত অবস্থায় সুজন মিয়াকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানান ওসি।
]]>