মৌলভীবাজারে অনুষ্ঠিত হলো হাফ ম্যারাথন

২ সপ্তাহ আগে
পর্যটনের অপার সমৃদ্ধময় জেলা মৌলভীবাজারকে বিশ্বের দরবারে পরিচিত করার প্রত্যয় নিয়ে শুক্রবার (০২ জানুয়ারি) অনুষ্ঠিত হয়ে গেলো বেঙ্গল কনভেনশন হল মৌলভীবাজার হাফ ম্যারাথন প্রতিযোগিতা। তিন ক্যাটাগরিতে অনুষ্ঠিত এ ম্যারাথনে সারাদেশের প্রায় ৮ শো ৫০ জন দৌড়বিদ এতে অংশ নেন।

এবারের বাড়তি আয়োজন ছিল শিশুদের এক কিলোমিটার দৌড়। এমন আয়োজনে শীতের কুয়াশা ভোরে মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়াম ছিল অন্য রকম এক উচ্ছ্বাসে ভরপুর।  
 

প্রথমেই জাতীয় সংগীত। তার পরপরই যখন ঘড়ির কাটা ভোর সাড়ে ছয়টা ছুঁইছঁই। ঠিক তখনই  হুইসেলের সুর। আর সাথে সাথেই- দৌড়বিদরা  দৌড়াতে শুরু করেন। তিন ক্যাটাগরিতে, আয়োজন করা হয়, ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। মৌলভীবাজার রানার্স ক্লাব ও সাইক্লিং কমিউনিটির যৌথ আয়োজনে প্রথম ক্যাটাগরির এ হাফ ম্যারাথন প্রতিযোগিতা মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়াম থেকে শুরু করে শহীদ আব্দুল মুকিত সড়ক হয়ে বর্শিজোড়া ইকোপার্ক পাড়ি দিয়ে হামিদিয়া রাবার বাগান। তারপর দেওড়াছড়া চা বাগান এলাকা হ'য়ে ছয়ছিড়ি দীঘির পাড়। সেখান থেকে ইউটার্ণ হয়ে পুনরায় মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়াম পর্যন্ত ২১ দশমিক ১ কিলোমিটার হাফ ম্যারাথন সম্পন্ন হয়। 

আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা করলো বাংলাদেশ


দ্বিতীয় ক্যাটাগরির ১০ কিলোমিটার এ ম্যারাথন দৌড় একইভাবে এম সাইফুর রহমান স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহীদ আব্দুল মুকিত সড়ক দিয়ে বর্শিজোড়া ইকোপার্ক হয়ে হামিদিয়া রাবার বাগান। সেখান থেকে ইউটার্ণ হয়ে এম সাইফুর রহমান স্টেডিয়াম এসে শেষ হয়। তবে এবারে ব্যাতিক্রমি আয়োজন ছিল  কোমলমতি শিশুদের নিয়ে ম্যারাথন। সকল সাড়ে নয়টায় এম সাইফুর রহমান স্টেডিয়াম মাঠে অনুষ্টিত হয়, শিশুদের অংশ গ্রহনে এক কিলোমিটার ম্যারাথন। 

 

পঞ্চম বারের মতো এ হাফ ম্যারাথনে অংশ নিতে পাড়ায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা দৌড়বিদ সবাই খুশি। কথা হয় ঢাকা থেকে এসে ম্যারাথনে অংশ নেয়া মো. শাহাদাত হোসেন, পপি, কাওসার এবং স্থানীয়ভাবে অংশ নেয়া মৌসুমিসহ অনেকের সাথে। 

 

ঢাকার দৌড়বিদ শাহাদাত হোসেন  ম্যারথনের পুরো ট্যাকের প্রশংসা করে জানালেন, বয়স ক্যাটাগরিতে সবাইকে আলাদাভাবে জায়গা দিলে আরও ভালো হত। তিনি বলেন এটি চমৎকার উদ্যোগ। 


আরও পড়ুন: বিসিবির সূচি প্রকাশ, অস্ট্রেলিয়া-ভারতসহ ২০২৬ সালে বাংলাদেশে আসবে যারা


আয়োজনকারী সংস্থার অন্যতম সদস্য ইমন আহমদ জানালেন, এ আয়োজনের মূল উদ্দেশ্য হলো দেশের অন্যতম পর্যটন জেলা মৌলভীবাজারকে বহির্বিশ্বের কাছে তুলে ধরা। 

তিনি জানান, পঞ্চম বারের এ ম্যারাথনে দেশের বিভিন্ন জেলা থেকে ৮৫০ জন দৌড়বিদ অংশ নেন। এছাড়াও তিনি জানান,এ বছর কোমলমতি শিশুদের নিয়ে এক কিলোমিটার ম্যারাথন ছিল ব্যতিক্রমধর্মী উদ্যোগ। 


জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাজহারুল মজিদ জানালেন, এ হাফ ম্যারাথন সফল করতে জেলা ক্রীড়া সংস্থা সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। জানা যায়, ২০১৯ সালে প্রথমবারের মতো মৌলভীবাজারে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  

]]>
সম্পূর্ণ পড়ুন