মৌলভীবাজার জামায়াতের সাবেক আমির সিরাজুল ইসলাম আর নেই

৩ সপ্তাহ আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার সাবেক আমির, প্রবীণ রাজনীতিবিদ, লেখক ও গবেষক দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বার্ধক্যজনিত কারণে সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

জামায়াতের সাবেক এই শীর্ষ নেতার মৃত্যুতে ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, সাবেক জেলা আমীর মো. আব্দুল মান্নান ও জেলা সেক্রেটারী মো. ইয়ামীর আলী এক যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।

 

আরও পড়ুন: মৌলভীবাজারে নাফিজা হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামি গ্রেফতার

 

বিবৃতিতে নেতারা বলেন, ‘অমায়িক ব্যবহারের অধিকারী দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব ছিলেন মৌলভীবাজার জেলার ইসলামী আন্দোলনের দীর্ঘদিনের খাদেম। আজীবন ইসলামের খেদমতকে তিনি নিজের জীবনের মূল ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। আল্লাহ যেন তার এই খেদমতকে নাজাতের উসিলা হিসেবে কবুল করে জান্নাতুল ফিরদাউসের আ’লা মাক্বাম দান করেন।’

 

পরিবারের বরাতে জানানো হয়েছে, তার ছেলে-মেয়েরা দেশের বাইরে অবস্থান করছেন। তারা দেশে ফিরে এলে জানাজার নামাজের সময় ও স্থান জানিয়ে দেয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন