মোহাম্মদপুরে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা, মোবাইল নিয়ে পালালো ছিনতাইকারী

২১ ঘন্টা আগে
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে মো. ফজলে রাব্বি সুমন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৬ জুলাই) দুপুরে মোহাম্মদপুর বুদ্ধিজীবী গেটে এ ঘটনা ঘটে।

 

নিহত মো. ফজলে রাব্বি সুমনের বাড়ি ভোলায়। তার বাবার নাম মো. বশির।

 

আরও পড়ুন: খাগড়াছড়িতে ইউপিডিএফ ও জেএসএসের গোলাগুলি, নিহত ৪

 

জানা যায়, মোহাম্মদপুর বুদ্ধিজীবী গেটে বন্ধুদের সঙ্গে ঘুরতে যান মো. ফজলে রাব্বি সুমন। দুপুর ১২টার দিকে এক ছিনতাইকারী তার হাতে থাকা মোবাইল ফোন নিতে চাইলে তিনি ফোনটি দিতে অস্বীকৃতি জানান। এতে ছিনতাইকারী ভুক্তভোগীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে মোবাইল ফোন নিয়ে চলে যান। পরবর্তীকালে তার সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে সিকদার মেডিকেলে নিয়ে যান, অবস্থার অবনতি হলে বেলা ৩টার দিকে ঢাকা মেডেকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কিন্তু সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

 

আরও পড়ুন: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান গণমাধ্যমকে জানিয়েছেন, হত্যাকাণ্ডের তথ্য পেয়ে ঘটনাস্থলে যাচ্ছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

 

তবে নাম না প্রকাশের অনুরোধ জানিয়ে মোহাম্মদপুর জোনের এক গোয়েন্দা কর্মকর্তা জানান, ‘এলেক্স ইমন গ্রুপ’ নামে এক কিশোর গ্যাংয়ের সদস্যরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে অনুসন্ধান চলছে।

]]>
সম্পূর্ণ পড়ুন