মোহামেডানকে চ্যাম্পিয়ন করেই ক্লাব চেয়ারম্যানের পদত্যাগ

৪ সপ্তাহ আগে
দীর্ঘ ২২ বছর পর ঘরোয়া ফুটবলের কোনো শিরোপা জিতেছে মোহামেডান। মাত্র কয়েকদিন আগে সেই শিরোপার জমকালো উদযাপনও করেছে দলটি। তবে সেসব আনন্দের পর্ব শেষ হতেই এবার পদত্যাগ করলেন ক্লাবটির ফুটবল কমিটির চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর।

আজ (৫ জুন) ক্লাব সভাপতি সাবেক সেনাপ্রধান জেনারেল আব্দুল মুবীন (অব) বরাবর পদত্যাগপত্র দিয়েছেন আলমগীর। অনুলিপি দিয়েছেন ক্লাবের ডিরেক্টর ইনচার্জ কাজী ফিরোজ রশীদের কাছে।

 

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন আলমগীর। তবে ফুটবল কমিটির চেয়ারম্যান থেকে পদত্যাগ করলেও ক্লাবের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এছাড়া ক্লাবের প্রয়োজনে সদা তৎপর থাকবেন বলেও উল্লেখ করেছেন পদত্যাগপত্রে।

 

আরও পড়ুন: হামজার কাছ থেকে আমরা সবসময় শিখছি: সোহেল রানা

 

মোহামেডানের ঐতিহাসিক শিরোপাজয়ে আলমগিরের গুরুত্বপূর্ণ অবদান আছে। কারণ ক্লাব সূত্রে জানা গেছে, গত ৪ মৌসুমে আলমগীর এবং ক্লাব সভাপতি ব্যতীত তেমন কেউই অর্থনৈতিক সাহায্য করেননি। অর্থাৎ পরিশ্রমের পাশাপাশি অর্থ দিয়েও ক্লাবকে আগলে রেখেছেন এই সংগঠক।

 

পদত্যাগপত্রে ক্লাব সভাপতিকে দ্রুত সময়ে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের আয়োজনের অনুরোধ জানিয়েছেন আলমগির। তিনি প্রত্যাশা করেন, নতুন পরিচালনা পর্ষদ ক্লাবকে আরো গতিশীল ও সাফল্য মণ্ডিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। পাশাপাশি তিনি ফুটবল কমিটির চেয়ারম্যান হিসেবে নতুন কাউকে মনোনয়ন দেয়ার তাগিদ দিয়েছেন।  
 

]]>
সম্পূর্ণ পড়ুন