মোস্তফা মোহসীন মন্টু নীতি-নৈতিকতায় আপস করেননি: মির্জা ফখরুল

৩ সপ্তাহ আগে
গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টুকে সত্যিকারের মুক্তিযোদ্ধা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৫ জুন) মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুর খবর পেয়ে তাকে দেখতে স্কয়ার হাসপাতালে যান বিএনপির মহাসচিব। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

 

মির্জা ফখরুল বলেন, মোস্তফা মোহসীন মন্টু সত্যিকারের একজন মুক্তিযোদ্ধা। তিনি কখনও নীতি এবং নৈতিকতার প্রশ্নে আপস করেননি। 

 

বর্তমান প্রেক্ষাপটে তাকে হারানো বড় ধরনের ক্ষতি উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা একজন বিশিষ্ট এবং দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্বকে আজ হারালাম। দেশের বর্তমান পরিস্থিতিতে এ ধরনের মানুষের প্রচণ্ড রকম দরকার ছিল।

 

এদিকে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মোস্তফা মোহসীন মন্টুর প্রথম জানাজা রাত পৌনে ৯টায় এলিফেন্ট রোডের মসজিদে মুনাওঅরয় অনুষ্ঠিত হবে।

 

আরও পড়ুন: গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু মারা গেছেন 

 

সোমবার (১৬ জুন) সকালে ৯ টায় দ্বিতীয় জানাজা কেরানীগঞ্জে হবে। ওইদিন বাদ জোহর তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে নেয়া হবে। পরে গার্ড অব অনার শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

 

বার্ধক্যজনিতসহ নানা শারীরিক সমস্যায় প্রায় দুমাস ধরে অসুস্থ ছিলেন মোস্তফা মোহসীন মন্টু। অবশেষে ৭৯ বছর বয়সে চলে গেলেন পৃথিবী ছেড়ে।

]]>
সম্পূর্ণ পড়ুন