পুলিশের মুখপাত্র সাঈদ মন্তাজের আল-মেহদির বরাত দিয়ে আইআরএনএ জানায়, ইরানের রাজধানী তেহরান ও আলবোর্জ প্রদেশে অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। অভিযানে মোসাদের দুই এজেন্টকে গ্রেফতার করা হয়।
আইআরএনএ আরও জানায়, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ২০০ কেজিরও বেশি বিস্ফোরক, ২৩টি ড্রোনের যন্ত্রাংশ, লঞ্চার ও অন্যান্য কারিগরি সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া একটি নিসান পিকআপ ট্রাকও জব্দ করা হয়।
আরও পড়ুন: নাগরিকদের দ্রুত ইসরাইল ত্যাগের নির্দেশ চীনের
ইরানের কর্মকর্তারা বলেছেন, মোসাদের গুপ্তচররা দেশের মধ্যে সন্ত্রাসবাদী কার্যক্রম চালানোর চেষ্টা করছিলেন, যার মধ্যে ছিল ছোট ছোট ড্রোন ব্যবহার করে বিস্ফোরক নিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তু করা।
এই অভিযান চালানো হয়েছে এমন এক সময়ে, যখন গত শুক্রবার (১৩ জুন) রাতে ইরানের একাধিক শহরের আবাসিক এলাকায় নজিরবিহীন বিমান হামলা চালায় ইসরাইল। তার জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইলের ভূখণ্ডে—যার লক্ষ্য ছিল তেল আবিব, জেরুজালেম ও হাইফার মতো গুরুত্বপূর্ণ শহর।
আরও পড়ুন: রাতভর মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
ইরানি গণমাধ্যমের খবর অনুযায়ী, ইরানের হামলার পর ইসরাইলের অনেক শহরে দৈনন্দিন জীবন থমকে গেছে এবং বহু মানুষ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে।
]]>