নিহত আসাদ ওই গ্রামের উকিল আলীর ছেলে। আর আটক যুবকের নাম সজীব (২২)। তিনি একই উপজেলার সোনাকান্দর গ্রামের খলিলের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে আসাদের ঘরের জানালা দিয়ে চোরের দল মোবাইল ফোন চুরি করে পালাচ্ছিল। এ সময় আসাদের স্ত্রী চিৎকার দিলে তিনি দৌড়ে এসে এক চোরকে ধরে ফেলেন। তখন চোরের দলের সদস্যরা আসাদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: জুনিয়রের ছুরিকাঘাতে দশম শ্রেণির ছাত্র নিহত, স্কুলে তোলপাড়
পরে পুলিশকে খবর দেয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে সজিব নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সজীব নামে একজনকে আটক করা হয়েছে।