এক মৌসুম পার না করতেই প্রধান কোচ থিয়াগো মোত্তাকে বরখাস্ত করেছে সিরি ‘আ’ ক্লাব জুভেন্টাস। ৪২ বছর বয়সীর উত্তরসূরি বানানো হয়েছে সাবেক জুভেন্টাস খেলোয়াড় ইগোর তুদোরকে।
লিগের ৯ ম্যাচ হাতে রেখে জুভেন্টাস বর্তমানে টেবিলের পঞ্চম স্থানে।
২০২৩-২৪ মৌসুমে বোলোগনায় দারুণ সময় কাটিয়ে গত জুলাইয়ে ভক্তদের মনে আশার আলো দেখিয়ে জুভেন্টাসে পা রাখেন মোত্তা কিন্তু মাঠের পারফরম্যান্সে তার দল হতাশ... বিস্তারিত