রোববার (১৯ জানুয়ারি) সকালে সদর উপজেলার শেখ হাসিনা সেতুর (নতুন ব্রিজ) ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর মহল্লার আব্দুস সাত্তারের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, সকালে নতুন শেখ হাসিনা সেতুর ওপর সোহান তার বন্ধুর মোটরসাইকেল নিয়ে চালানো শেখার সময় পড়ে যায়। এ সময় ইটবাহী পাওয়ার টিলার সোহানকে চাপা দেয়। এতে সোহান ঘটনাস্থলেয় মারা যায়।
আরও পড়ুন: ফরিদপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইক খাদে, জাহাজ কর্মী নিহত
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।