মোংলা-রামপাল আসন বাচাঁতে প্রয়োজনে ইসি ঘেরাও করা হবে: শামিম

১ সপ্তাহে আগে
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, বাগেরহাট-৩ আসন বিভাজন ও বাগেরহাট-৪টি সংসদীয় আসন বিলুপ্তির ঘোষণা দিয়ে নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার পায়তারা করছে। শিগগিরই নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত থেকে সরে না এলে বাগেরহাটের কয়েক লাখ মানুষ নিয়ে ঢাকার ইসি ভবন ঘেরাও করা হবে। তারপরও মোংলা-রামপালকে পৃথক করতে দেয়া হবে না।

জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


শুক্রবার (১ আগস্ট) বিকেলে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। 


প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘নির্বাচন কমিশনের গণবিরোধী ও ষড়যন্ত্রমূলক সিদ্ধান্তে মোংলা রামপালের মানুষ বিভাজন করার চেষ্টা করছে। এ আসনটি পৃথক করার পরিকল্পনার কথা শুনে এর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে মোংলার রাজপথ।’ 


এ সময় মোংলা উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. জামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম বলেন, একটি জনবিচ্ছিন্ন সরকারকে টিকিয়ে রাখতে যারা নির্বাচনী ব্যবস্থাকে কবর দিতে চায়, নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত তারই প্রমাণ। বাগেরহাট-৩ আসন বিলুপ্ত করে রামপাল ও মোংলার মানুষের রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছে। এটি গণতন্ত্র, ইতিহাস ও এলাকার জনগণের সঙ্গে নির্মম প্রতারণা।

আরও পড়ুন: মোংলায় সচেতনতা বাড়াতে বাঘ মহড়া অনুষ্ঠিত

তিনি আরও বলেন, ‘এ আসনের জনগণ নদীভাঙন, জলাবদ্ধতা, শিল্প দূষণের মতো নানা সমস্যায় জর্জরিত। সেই মানুষের কণ্ঠস্বর সংসদে তোলার সাংবিধানিক অধিকারও কেড়ে নেয়ার সামিল। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত দলীয় নয়, এটি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আমরা এই ষড়যন্ত্র রুখবই। আমরা যে কোনো কিছুর বিনিময় তা প্রতিহত করব। এ জন্য আগামী রোববার থেকে লাগাতার কর্মসূচি থাকবে আমাদের।’


সমাবেশে বিএনপি নেতা মো. এমরান হোসেন বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই সরকার জনগণের ভয় করে। তাই তারা আসন কেটে রাজনৈতিক অধিকার কেড়ে নিতে চায়। তাই মোংলা-রামপালের এ আসনকে রক্ষা করতে প্রয়োজনে আমরণ অনসন করব, তার পরেও মোংলাকে পৃথক করতে দেব না।’


মোংলা উপজেলা যুবদল সভাপতি মো. সাইফুল ইসলাম (বস) বলেন, ‘আমরা এ অন্যায়ের বিরুদ্ধে রাজপথে আছি, থাকব এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’
 

]]>
সম্পূর্ণ পড়ুন