রোববার (১৫ জুন) বিকেলে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান পুলিশের এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
এর আগে শনিবার (১৪ জুন) সন্ধ্যায় শহরের শিববাটি এলাকায় শাকিলকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শাকিল হত্যার ঘটনায় তার স্ত্রী সালেহা বেগম স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক জিতু ইসলামকে প্রধান আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। এতে ১৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আট থেকে ১০ জনকে আসামি করা হয়।
আরও পড়ুন: স্বেচ্ছাসেবক দল নেতার সঙ্গে মেয়ের বিয়ে না দেয়ায় বাবাকে হত্যার অভিযোগ
ওই দিন রাতেই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল এক বিবৃতিতে আজীবনের জন্য জিতু ইসলামের সদস্য পদ স্থগিত ও বহিষ্কার করে। পরে রাতভর পুলিশ অভিযান চালিয়ে জিতু ইসলাম, তার সহযোগী শফিকুল হাসান বিপ্লব এবং মতিউর রহমান মতিকে গ্রেফতার করে।
আজ দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়। পুলিশ সাতদিনের রিমান্ড আবেদন জানালে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, ‘দ্রুত বাকি আসামিদেরও গ্রেফতার করা হবে। এ ছাড়াও রিমান্ডে জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত অন্যদের শনাক্ত করা সম্ভব হবে।’