শনিবার (৫ এপ্রিল) বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বাহাদুরাবাদ এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় বেপরোয়া দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।
নিহত আবু বক্কর সিদ্দিক জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী গ্রামের মৃত আইজুদ্দিনের ছেলে।
আরও পড়ুন: ঈদ শেষে ফেরার পথে গাজীপুরে দুই মোটরসাইকেল আরোহী নিহত
আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসকরাও তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আবু বক্কর সিদ্দিক মেয়ের বাড়ি বাহাদুরাবাদ ইউনিয়নের কান্দির গ্রামে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। ব্যাটারিচালিত অটোরিকশায় মেয়ের বাড়িতে যাওয়ার পথে কেনাকাটার জন্য বাহাদুরাবাদ বাজার এলাকায় নেমে পড়েন। সড়কের পূর্ব পাশ থেকে পার হয়ে বাজারে যাওয়ার সময় ঝালুরচর বাজার এলাকা থেকে দেওয়ানগঞ্জগামী বেপরোয়া দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেন। এতে রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তিনি মারা যান।
আরও পড়ুন: শরীয়তপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেনা সদস্য নিহত
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের পক্ষে থেকে এখনও কোনো দেয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মোটরসাইকেল চালক দুর্ঘটনার পর পরই পালিয়ে যায়।