কিশোরগঞ্জের ভৈরব থেকে নিজের তিন বছরের মেয়েসন্তানকে নিয়ে জেলা শহরে অটোরিকশাযোগে আসছিলেন সোহেল মিয়া (৩০)। কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়নের তাতারকান্দি এলাকায় তাকে ‘ছেলে ধরা’ সন্দেহে অটোরিকশা থেকে নামায় কিছু লোকজন। এ সময় মব সৃষ্টি করে সন্তানের সামনেই সোহেল মিয়াকে পেছন থেকে হাত বেঁধে বেধড়ক পেটাতে থাকে উপস্থিত প্রায় সবাই। পাশেই সোহেল মিয়ার মেয়েসন্তান রাইসা বাবা বাবা বলে চিৎকার করলেও কেউ... বিস্তারিত