মঙ্গলবার (১০ জুন) রাতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের ধনচাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে ধনচাপুর গ্রামের সাইদুল ইসলামের বসতবাড়ির সামনে বাড়ির মেয়েরা দাঁড়িয়েছিল। এসময় মেয়েদেরকে দেখে একই এলাকার আমিন, সজীব ও বাচ্চু মিয়া নামের বখাটেদের সঙ্গে থাকা আরও কয়েকজন গান গায় এবং উত্ত্যক্ত করে। এ সময় ওই বাড়িতে থাকা লোকজন আমিন ও সজিবদেরকে বকাবকি করলে উত্ত্যক্তকারীরা সেখান থেকে চলে যায়।
আরও পড়ুন: ভৈরবে বাড়ির সামনে বিকট শব্দে মোটরসাইকেল চালানো নিয়ে সংঘর্ষ, আহত ১৭
এরপরই মো. সিদ্দিক মিয়া (৪০) সহ দশ থেকে পনেরো জনের একটি দল এসে সাইদুল ইসলামের বাড়ি ঘরে দেশীয় অস্ত্র নিয়ে এসে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় কয়েকজনকে কোপালে আনিছুর রহমানসহ একই পরিবারের পাঁচজন আহত হন। শব্দ শুনে আশপাশের লোকজন আসতে শুরু করলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সোয়া আটটার দিকে চিকিৎসক আনিছুর রহমানকে মৃত ঘোষণা করে। আহত রয়েছেন নিহতের বড় ভাই সাইদুর রহমান (৪৫), ছোট ভাই হাবিবুর রহমান (৩২), সম্রাজ (৫৫) ও খোদেজা (৩২)।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
]]>