মেয়াদোত্তীর্ণ কেক খেয়ে রামপালে ৩০ শিশু অসুস্থ, দোকানিকে জরিমানা

৩ সপ্তাহ আগে
বাগেরহাটের রামপালে মেয়াদোত্তীর্ণ কেক খেয়ে অর্পা গ্লোরিয়াস কিন্ডারগার্টেনের ৩০ জন শিশু অসুস্থ হয়ে পড়েছে।

শনিবার (১৯ জুলাই) দুপুরে ফয়লা বাজার সংলগ্ন ওই কিন্ডারগার্টে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, শিক্ষক শান্তনু সরকারের জন্মদিন উপলক্ষে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা ফয়লা বাজারের ‘মোড়ল স্টোর’ থেকে কেক কিনে আনে। কেক খাওয়ার ৫ মিনিটের মধ্যেই একে একে ৩০ জন শিক্ষার্থী বমি করে অসুস্থ হয়ে পড়ে।

 

শিশুদের অভিভাবকরা ফয়লা পুলিশ ক্যাম্পে অভিযোগ করলে, ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে যান। অভিযানের সময় দোকানি বেলাল মোড়ল (৪০) পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ উঠে।

 

আরও পড়ুন: টানা বৃষ্টিতে বাগেরহাটে আমন বীজতলা-সবজির ক্ষতি, দিশেহারা কৃষক

 

বেলাল মোড়ল দাবি করেন, ‘খুলনা থেকে কেক সরবরাহকারী আসেন। এসব কেকের গায়ে মেয়াদ লেখা থাকে না। তবে কেকটি খাওয়ার উপযোগী ছিল।’

 

অভিযোগ পেয়ে রামপাল থানা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না ফেরদৌসী এবং সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে যান। বিকেল সাড়ে ৪টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘মোড়ল স্টোর’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ সময় দোকানে থাকা আরও ৩টি মেয়াদোত্তীর্ণ কেক জনসম্মুখে ধ্বংস করা হয় এবং দোকানিকে সতর্ক করা হয়। অভিযানে স্থানীয় বাজার কমিটি, সাংবাদিকসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন