মেহেরপুরের কাজীপুর সীমান্তে ৩৯ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

৬ দিন আগে
মেহেরপুরের কাজীপুর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৩৯ বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।


বিজিবি সূত্রে জানা গেছে, হস্তান্তর হওয়া সবাই বাংলাদেশের নাগরিক। তারা অবৈধভাবে ভারতে পাড়ি দিয়েছিল। ভারতীয় পুলিশ তাদের বাংলাদেশি হিসেবে গ্রেফতার করে ফেরত পাঠিয়েছে। তাদের পরিবারের কাছে পাঠানোর লক্ষ্যে গাংনী থানায় পাঠানো হয়েছে। এরা ফরিদপুর, যশোর, খুলনা, নওগা ও চাপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলার বাসিন্দা।

আরও পড়ুন: মেহেরপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ ১১ মামলার আসামি আটক

এদের  মধ্যে ২৮ জন পুরুষ, ৯ জন নারী ও দুইজন শিশু রয়েছে তারা হলেন,  ফরিদপুর জেলার নগরকন্দা এলাকার অঞ্জনা রানী ঘোষ (৪২)। ঠাকুরগাঁও জেলার বিমল অধিকারী (৭২), বন্যা অধিকারী (৩৭), রিয়া অধিকারী (৪), মালতি রানী (৬২), দুলারি খাতুন (৫২)।  


মাদারীপুর জেলার বেলায়েত হোসেন (৩৫), হাদিসা বেগম(২৯)  ও ইব্রাহিম হোসেন (৫)। খুলনা জেলার তরুণ ছানা (৩৬) প্রভাতী ছানা (৩১) মেহেদী হাসান শেখ (২৪)। দিনাজপুর জেলার রুমা আক্তার (২৪), সাবিনা শেখ (২৪ )। যশোর জেলার ফরিদা খান (৪৩) ও প্রকাশ পাল (৩৪)। রংপুরের পীরগঞ্জ উপজেলার লিটন মিয়া (৩৭) । লালমনিরহাটের সৈয়দ আলী (৩৮) ও রমজান আলী(২৭)। রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আরজু আহমেদ (৫১) এবং বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার ইমরান হোসেন(২৪),  চাঁপাইনবাবগঞ্জ জেলার নেসবাউল (২৬) পারভী মশাররফ (৩৭) আসাদুল শেখ (১৮) ও ইমদাদুল শেখ (৫০)। 

আরও পড়ুন: মেহেরপুরে ৯ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

রাজশাহী গোদাগাড়ীর ময়েন আলি (৩৬) খাইরুল ইসলাম(৪০) মিনারুল ইসলাম (৪০) জয়নাল হক (২৯) আসমাউল হোসেন (২০) ইউসুফ আলী (১৯) মাসুম রেজা (২৯) গোলাম মোস্তফা জিয়া (২৯) ও মোহাম্মদ রুবেল (৩৩)। ঢাকা জেলার রয়েছে চালাম বেদ (৩৫) ও কেরামত মাল (৫৬)। নওগাঁ জেলার শাপাহারের দুলাল হোসেন(৩১) ও গোলাম রাব্বানী (৩১) এবং কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী এলাকার রইস খান (৩৬)।


গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, তাদের পরিচয় নিশ্চিত হয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন