মেহেরপুরে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীসহ আটক ৩

১ সপ্তাহে আগে
মেহেরপুরে মাদক বেচাকেনার সঙ্গে জড়িত স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অভিযান পরিচালনাকালে ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের দক্ষিণ শালিখা থেকে এ তিনজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। 


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারীনাথের নেতৃত্বে  শুক্রবার (১ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। 


আটকৃতরা হলেন— দক্ষিণ শালিখার পিয়াদা পাড়ার মৃত গোলাম শেখের ছেলে হাফিজুল হক (৫০), তার স্ত্রী চাইনা খাতুন (৪৫) এবং একই গ্রামের ক্লাব পাড়ার ওজদুল ঘটকের ছেলে চাঁদ আলী (৩৮)।

আরও পড়ুন: মেহেরপুরে বোমা আতঙ্ক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাফিজুল ও তার স্ত্রী চায়না খাতুন ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছিল। হাফিজুল হক মাদকদ্রব্য বহন করে নিয়ে আসতো আর তার স্ত্রী বিক্রি করতো। স্বামী-স্ত্রী প্রশাসনের নজর ফাঁকি দিয়ে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। 


জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ জানান, স্বামী-স্ত্রী মাদক কেনাবেচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হাফিজুল হকের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় খাটের নিচ থেকে ১৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অপরদিকে চাঁদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে তার কোমর থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।


আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন