মেহেরপুরে নদীতে নিখোঁজ তিন যুবকের মরদেহ উদ্ধার

২ সপ্তাহ আগে
মেহেরপুরের মুজিবনগর উপজেলার রসিকপুর গ্রামে ভৈরব নদে গোসল করতে গিয়ে নিখোঁজ তিন যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে স্লুইসগেটের কাছে স্রোতের পানিতে তারা নিখোঁজ হন। রাত পৌনে নয়টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়, আরেকজনের মরদেহ স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয় পিরোজপুর এলাকায়।

 

মৃতরা হলেন: মেহেরপুর সদর উপজেলার টেংরামারী গ্রামের হান্নান শেখের ছেলে ও পৌর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র তানভির হোসেন (২০), তার চাচাতো ভাই আমদহ গ্রামের অষ্টম শ্রেণির ছাত্র কৌশিক হোসেন (১৫) এবং পিরোজপুর গ্রামের জল্লাদ হোসেনের ছেলে মাহবুব হোসেন (১৫)।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরব নদীর রসিকপুর স্লুইসগেটের সামনে প্রায়ই লোকজন গোসল করতে যায়। সোমবার বিকেলে তানভির ও কৌশিক গোসল করছিলেন। এক পর্যায়ে কৌশিক পানিতে তলিয়ে গেলে তানভির তাকে বাঁচাতে গিয়ে সেও স্রোতের টানে হারিয়ে যায়। একইভাবে পিরোজপুর এলাকায় ভৈরব নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হন মাহবুব।

 

আরও পড়ুন: ভৈরব নদে গোসলে নেমে নিখোঁজ ২ চাচাতো ভাই

 

মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মণ্ডল বলেন, ‘স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় খুলনা থেকে ডুবুরি এনে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। রাত পৌনে নয়টার দিকে স্লুইসগেটের অদূরে নদী থেকে তাদের দুজনের মরদেহ উদ্ধার করা হয়।’

 

উদ্ধার হওয়া তিনজনের মরদেহ পরিবারের সম্মতিতে দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় মেহেরপুর সদর ও মুজিবনগর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

]]>
সম্পূর্ণ পড়ুন