মেহেরপুরে গলায় অস্ত্র ঠেকিয়ে শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

৩ সপ্তাহ আগে
মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে ৯ বছর বয়সি এক মেয়ে শিশু ধর্ষণের শিকার হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুরে এই ঘটনা ঘটে।

অসুস্থ অবস্থায় শিশুটিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত একই গ্রামের এক সন্তানের জনক শাকিল আহমেদকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাবা গ্রামের মাঠে কাজ করছিলেন। সকাল দশটার দিকে বাবার জন্য খাবার নিয়ে মাঠে যায় শিশুটি। পথিমধ্যে শাকিল শিশুটির গলায় ধারালো অস্ত্র হাসুয়া ঠেকিয়ে ধর্ষণ করে এবং এ ঘটনা কাউকে না বলতে হুমকি দেয়।

 

আরও পড়ুন: খুলনায় ডেঙ্গু ও করোনা প্রতিরোধে ওয়ার্ড ভিত্তিক কমিটি সক্রিয় করার নির্দেশ

 

তবে শাকিলের হাত থেকে ছাড়া পেয়ে শিশুটি বিষয়টি তার বাবাকে জানায়। তিনি ঘটনাটি গ্রামের মানুষকে জানান। বিকেলে গ্রামবাসী শাকিলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। আর শিশুটিকে হাসপাতালে ভর্তি করে।

 

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। শিশুটির চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষা করানোর প্রক্রিয়া চলছে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন