মেহেরপুরে খাবার পানি সরবরাহকারী দুটি প্রতিষ্ঠানে ভোক্তার অভিযান

২ সপ্তাহ আগে
মেহেরপুরে খাবার পানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে মেহেরপুর সদর উপজেলার  আমদহ ইউনিয়নের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়।


এ সময় একটি প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা ও অপর একটি প্রতিষ্ঠান সাময়িক বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের বামন পাড়া এলাকায় ফ্রেশ লাইভ ড্রিংকিং ওয়াটার নামে প্রতিষ্ঠানে তদারকি করা হয়। পানি পরিশোধন, সরবরাহসহ অন্যান্য অনুমতিপত্র না থাকায় মালিক সজীব ওয়াহিদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।   

আরও পড়ুন: মেয়াদোত্তীর্ণ ও অবৈধ খাদ্য সংরক্ষণে খুলনায় জরিমানা

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা অনুসারে এ জরিমানা কার্যকর করা হয়।  আগামী সাত দিনের মধ্যে উক্ত কাগজপত্র সরবরাহের নির্দেশ দেওয়া হয়।  অপরদিকে হালাল ড্রিংকিং ওয়াটার নামে প্রতিষ্ঠানটি শুধুমাত্র ট্রেড লাইসেন্স দিয়ে পরিচালনার দায়ে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।  এছাড়াও বামন পাড়া বাজার এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দলটি।


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মামুনুল হাসানের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তরিকুল ইসলাম ও পুলিশের একটি দল।

]]>
সম্পূর্ণ পড়ুন