শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ছিনতাইকারীদের হামলায় আহত হন বিকাশ এজেন্ট ও দোকান মালিক নাহিদ হাসান। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত নাহিদ হাসান তেরোঘরিয়া গ্রামের বেগা শেখের ছেলে।
পুলিশ জানায়, সদর উপজেলার তেরোঘরিয়া গ্রামের মোবাইল টাওয়ারের পাশে নাহিদ হাসানের ‘এন এইচ টেলিকম অ্যান্ড কম্পিউটার জোন’ নামের দোকানটি বন্ধ করার সময় ৩ জন ছিনতাইকারী দেশীয় অস্ত্রের মুখে তাকে ভয়ভীতি দেখায়। তারা দোকানে বেচাকেনার নগদ দুই লাখ টাকা এবং তার কাছে থাকা ব্যাগ ও ৩টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় নাহিদ হাসান বাধা দিলে তারা দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। ছিনতাইকারীরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটিয়ে মাঠের মধ্য দিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন: মেহেরপুরে হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশা, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ
ব্যবসায়ী নাহিদ হাসান বলেন, ‘প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। দোকানে বেচাকেনার টাকা ও মোবাইল একটি ব্যাগে নিয়ে মোটরসাইকেলে ঝুলিয়ে রাখি। পরে দোকান বন্ধ করার সময় একদল ছিনতাইকারী দোকানে প্রবেশ করে। কথা বলতেই দুই জন ছিনতাইকারী আমাকে মারধর শুরু করে। সাথে থাকা আরেকজন ব্যাগ নিয়ে বের হয়ে যায়। ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করার সময় প্রতিরোধ করতে গেলে আহত হই। পরে আমার চিৎকারে এলাকাবাসী ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় একটি ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটায়।’
নগদ ২ লাখ টাকাসহ প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় এরই মধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের শনাক্ত এবং গ্রেফতারের জন্য অভিযানে নেমেছে পুলিশ।’
]]>
২ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·