আবারও যুক্ত হলেন নতুন একটি কাজে। এবার অভিনয় করছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে। ইতিমধ্যে শেষ করেছেন ‘ক্ষতিপূরণ’ নামে একটি ইউটিউব ফিল্মের শুটিং।
এটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। সংবাদ মাধ্যমে মালাইকা চৌধুরী বলেন, ‘এটা ইউটিউবের জন্য নির্মিত একটা ফিল্ম।
অনেক দিন পর আবারও অভিনয় করলাম। ঢাকা ও ঢাকার বাহিরে মিলিয়ে প্রায় ৬ দিনের মতো শুটিং করেছি। ভালোই লেগেছে শুটিং করতে। এটা আমার অভিনয় করা দ্বিতীয় প্রজেক্ট।
আরও পড়ুন: ফুল আর কুড়াল হাতে ভয়ংকর রূপে ফারিণ
এখানে আমার জুটি ইয়াশ রোহান ভাইয়া। তিনিও পুরোটা সময় বেশ সাপোর্টিভ ছিলেন। আমি তো একদমই নতুন, এখনো শিখছি। একটা-দুইটা কাজ করে তো শিখে ফেলা যায় না। তবে আমি চেষ্টা করেছি প্রথম কাজটার চেয়ে আরও ভালো পারফর্ম করার।
পরিচালক জানান, কোনো মা প্রতিদানের আশায় সন্তানকে ভালোবাসে না। মায়ের মমতার কোনো মূল্য হয় না। এটাই পৃথিবীর সবচেয়ে অমূল্য বিষয়। এমন একটি বার্তা নিয়েই নির্মিত হয়েছে এই ইউটিউব ফিল্মটি।
রবিউল ইসলাম জীবনের কথায় ‘ক্ষতিপূরণ’-এ থাকছে একটি নতুন গান। এটি গেয়েছেন ও সুর-সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। সম্পাদনা ও রং বিন্যাস করেছেন রাশেদ রাব্বি।
আরও পড়ুন: গুরুতর আহত তটিনী
সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে ‘ক্ষতিপূরণ’-এ আরো অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, এমএনইউ রাজু, সমু চৌধুরী, শরিফ ফারজানা বুশরা, আইমন সিমলা, ইকবাল প্রমুখ।