ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। এ ব্যাপারে হয়তো কারো দ্বিমত করার কথাও না।
কখনো একসঙ্গে খেলা হয়নি তাদের। এমনকি খেলার বাইরেও তাদের একসঙ্গে দেখা যায় না খুব একটা। ফুটবলের বড় বড় অনুষ্ঠানগুলোতে মাঝেমধ্যে পাশাপাশি বসতে দেখা যেতো।
আরও পড়ুন: আর্জেন্টিনার দুই ক্লাব দলে নিতে চেয়েছিলো রোনালদোকে
তবে ফুটবলের মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। দুজনই একাধিকবার সংবাদমাধ্যমের কাছে প্রকাশও করেছেন। মেসির সঙ্গে তার উষ্ণ সম্পর্কের বিষয়টি আরেকবার শেয়ার করেছেন রোনালদো। তিনি বলেছেন, ‘অবশ্যই, লিও মেসির প্রতি আমার অনুরাগ রয়েছে।’
‘আমরা একসঙ্গে ১৫ বছর (ইউরোপীয় ফুটবলে) মাঠ মাতিয়েছি। আমার স্মরণে আছে গালায় এক অনুষ্ঠানে তার হয়ে ইংলিশ অনুবাদ করেছিলাম। কারণ সে ভালো ইংলিশ বলতে পারে না। সে সব সময় আমার সঙ্গে ভালো আচরণ করেছে এবং শ্রদ্ধাও করেছে।’
আরও পড়ুন: চাকরি হারাতে পারেন ইতালির কোচ, নতুন কোচ হওয়ার দৌড়ে যারা
জুনেই আল নাসরের সঙ্গে সম্পর্ক শেষের ইঙ্গিত দিয়েছেন রোনালদো। শোনা যাচ্ছে, সৌদি আরবের ক্লাবটি ক্লাব বিশ্বকাপে সুযোগ না পাওয়া অন্য দলের হয়ে খেলতে ইচ্ছুক তিনি। এমনকি ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও জানিয়েছিলেন, অন্য কোনো দলের হয়ে ক্লাব বিশ্বকাপে রোনালদোকে দেখা যাবে। কিন্তু সিআর সেভেন নিজেই জানিয়ে দিয়েছেন, ক্লাব বিশ্বকাপে খেলবেন না তিনি। ‘আমি ক্লাব বিশ্বকাপে খেলছি না।’
তবে অনেক ক্লাবই যে তার সঙ্গে যোগাযোগ করেছে সেটিও জানিয়েছেন রোনালদো। মেসির দেশ আর্জেন্টিনা থেকেও যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন পর্তুগিজ এই সুপারস্টার। ‘আর্জেন্টিনার কয়েকটি ক্লাব থেকে আমন্ত্রণ পেয়েছি ক্লাব বিশ্বকাপে খেলার জন্য। আপনি জানেন না সামনে কী ঘটবে। আমি আর্জেন্টাইন নই, কিন্তু সেখানে যেতে চাই। মেসি এবং তার দেশ আর্জেন্টিনার প্রতি আমার অনুরাগ আছে।’
]]>