ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে পিএসজির কাছে হেরে বিদায় নিয়েছিল ইন্টার মায়ামি। শনিবার তারা ফের মাঠে নামলো। মেজর লিগ সকারে ফেরার ম্যাচে লিওনেল মেসির নৈপুণ্যে সিএফ মন্ট্রিলের বিপক্ষে মায়ামি ৪-১ গোলে জিতেছে। আর্জেন্টিনার ফরোয়ার্ড দুটি গোল করেছেন, একটি করিয়েছেন।
এক মাসেরও বেশি সময় পর এমএলএসে প্রথম ম্যাচ খেলতে নামেন মেসি। তার দল শুরুতেই পিছিয়ে পড়ে। দ্বিতীয় মিনিটে প্রিন্স ওয়ুসু মন্ট্রিলকে এগিয়ে দেন।... বিস্তারিত