দুদিন আগে পর্যন্ত ইন্টার মায়ামির স্কোয়াডে আর্জেন্টাইন প্লেয়ার ছিলেন ৬ জন—লিওনেল মেসি, তমাস আভিলেস, ফাকুন্দো ফারিয়াস, অস্কার উস্তারি, ফেদেরিকো রেদেনদো ও মার্সেলো ওয়েগান্ড। এবার দলটির সঙ্গে যুক্ত হলেন আরও তিন আর্জেন্টাইন—রোকো নোভো, তাদেও আলেন্দে ও গনজালো লুজান।
গনজালো লুজানকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে ইন্টার মায়ামি। রোকো নোভো ও তাদেও আলেন্দে গেছেন ধারে।
আরও পড়ুন: নেইমারকে বিশ্বসেরা বানাতে চেয়েছিলেন মেসি
লুজানের আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলে পদচারণা আছে, ছিলেন ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের দলেও। ক্লাব ফুটবলে তিনি খেলতেন আর্জেন্টিনার প্রথম সারির দল সান লরেঞ্জোয়। ২০২৭ সাল পর্যন্ত চুক্তিতে দলবদল করেছেন এই ডিফেন্ডার, আছে আরও এক বছর চুক্তি বাড়ানোর শর্তও।
আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৫, ১৬ ও ১৭ দলে খেলা ২২ বছর বয়সি রোকো নোভো প্রায় চার বছর ধরে মেজর সকার লিগে প্রতিনিধিত্ব করছেন। ফোনিক্স রাইজিং থেকে এক বছরের জন্য ধারে ইন্টার মায়ামিতে গিয়েছেন তিনি। এই গোলরক্ষকের সামনে অপশন আছে স্থায়ী চুক্তিরও।
আরও পড়ুন: মেসিকে হিংসা করত এমবাপ্পে, নেইমারের বিস্ফোরক মন্তব্য
অন্য দুজনের চেয়ে ব্যতিক্রম আলেন্দের জাতীয় দলের সঙ্গে এখনও সম্পর্কই হয়নি। তবে ইউরোপিয়ান ফুটবলে খেলার অভিজ্ঞতা আছে তার। গত বছর স্প্যানিশ ক্লাব সেল্টা ভিগোতে পাড়ি জমানো ফুটবলার দল ছাড়ার আগে ১৩ ম্যাচ খেলে করেছেন ৩ গোল। এক বছরের জন্য ধারে আক্রমণভাগের এই ফুটবলারকে ছেড়েছে সেল্টা।
অর্থাৎ ইন্টার মায়ামিতে আর্জেন্টিনার মোট খেলোয়াড় হলেন ৯ জন। প্রধান কোচ হাভিয়ের মাশচেরানোসহ সাপোর্ট স্টাফে আরও আছেন ৭ আর্জেন্টাইন। ডেভিড বেকহ্যামের দল যেন আর্জেন্টাইনদের ডেরা!