শুধু লামিনে ইয়ামালই নন, মেসি নামাঙ্কিত এই বুট পরবেন আরও ৯জন ফুটবলার! কিন্তু মেসির নাম লেখা বুট ১০ জন ফুটবলার কেন পরবেন? এর পেছনে রয়েছে অন্য একটি কারণ।
অ্যাডিডাসের প্রচারণামূলক ‘মেসি+১০’ ক্যাম্পেইনের জন্য বিশেষ এই বুটটি পরবেন নির্বাচিত ১০জন ফুটবলার। এর আগে ১০/১০ অর্থাৎ অক্টোবরের ১০ তারিখে ‘মেসি ডে’ বা মেসি দিবস পালন করে অ্যাডিডাস। ‘মেসি+১০’ও সেই উদ্যোগেরই অংশ।
আরও পড়ুন: সিটিকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল লিভারপুল
বিশেষ এই বুট পরে নারী-পুরুষ মিলিয়ে যে দশ ফুটবলার খেলবেন, সেই দশ জনকে মেসি নিজেই বাছাই করেছেন। ইয়ামাল ছাড়া বাকিরা হলেনে- ক্লদিও এচেভেরি, জেডিন শ, আন্তনিও নুসা, জোয়েল এনদালা, লিন্ডা কাইসেদো, ভিকি লোপেজ, কেনান ইলদিজ, আসান উয়েদরাওগো ও এলিয়েসে বেন সেগির।
আরও পড়ুন: জন্মদিনের পরদিন বার্সেলোনাকে বিষাদ উপহার লাস পালমাসের
এই উদ্যোগ নিয়ে এর আগে মেসি বলেছিলেন, ‘ফুটবল আমার আবেগ। অ্যাডিডাসের সঙ্গে নিজের বুট নিয়ে আসতে পারাটা স্বপ্ন সত্যি হওয়ার মতোই। আমি এই তরুণদের প্রতি খুবই কৃতজ্ঞ যে, তারা এই বুট পছন্দ করেছে এবং এগুলো পরে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে।’
]]>