রাশেদুল হাসান বলেন, কবিতা অনুভূতির এক নৈঃশব্দ্য যাত্রা। বইয়ের প্রতিটি পঙক্তির ভাঁজে লুকিয়ে আছে হারানোর ব্যথা, স্মৃতির সুরভি আর অনন্ত অপেক্ষার রং। এখানে মিশে আছে বিরহের নীল সুর, বিষণ্নতার ম্লান আলো, আর ফিরে পাওয়ার আকুল প্রার্থনা।
আরও পড়ুন: ‘ডাইনোসর গ্রহে অভিযান’ নিয়ে বইমেলায় সৈয়দ ইফতেখার
এ বিষয়ে প্রকাশক ও কবি খালেদ রাহী বলেন, দীর্ঘদিন ধরে কবিতা চর্চা করে আসছেন রাশেদুল হাসান। তার কবিতার চিত্রকল্প, উপমা, বুনন ও শব্দপ্রয়োগের ধরন চমৎকার। আশা করছি বইটি পাঠক নন্দিত হবে।
দুই দশকের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত রাশেদুল হাসান। কবিতা, গল্প, প্রবন্ধ-নিবন্ধ ও কলাম লিখছেন জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও লিটলম্যাগে। দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গে যুক্ত। ফেনীর সময়, দৈনিক বর্তমান ও দেশ রূপান্তর, নয়াদিগন্তে কাজ করেছেন। বর্তমানে জাগোনিউজ২৪.কমে সহ-সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
]]>