মেলায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

১ সপ্তাহে আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় মেলায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে তেরো বছর বয়সের বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার প্রধান আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় গাজীপুর সদর থানাধিন শিমুলতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার আউয়াল (৩০) নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধিন পশ্চিম নয়ামাটি এলাকার মৃত আবু বক্কর মৃধার ছেলে।

 

রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবিস্থত র‍্যাব-১১ ব্যাটালিয়ান সদর দফতরের অপস্ অফিসার মো. গোলাম মোর্শেদ।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত ১৫ আগস্ট সন্ধ্যায় ফতুল্লার পশ্চিম নয়ামাটি রেললাইন এলাকায় বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীর খালাতো বোনের স্বামী তাকে মেলায় নিয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বের করে নিয়ে যায়। তবে ওই কিশোরীকে মেলায় না নিয়ে স্থানীয় একটি বাড়ির ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়। পরে খালাতো বোনের স্বামী ও আউয়াল মিলে ওই কিশোরীকে নানা ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করেন।

 

আরও পড়ুন: নারায়ণগঞ্জে নারীকে গলা কেটে হত্যা: প্রধান আসামি গ্রেফতার

 

পরবর্তীতে ভুক্তভোগি কিশোরি অসুস্থ হয়ে পড়লে অভিযুক্ত দুই ব্যক্তি মিলে তাকে একটি অটো রিকশায় তুলে বাসায় পাঠিয়ে দেয়। রাতে ওই কিশোরী ধর্ষণের ঘটনা তার বড় ভাইকে জানায়।

 

পরবর্তীতে বড় ভাই বাদী হয়ে ফতুল্লা থানায় গণধর্ষণ মামলা করলে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয় এবং বেশ আলোড়ন সৃষ্টি করে।

 

র‍্যাব জানায়, আলোচিত এই মামলার এজাহার নামীয় আসামিদের গ্রেফতার করতে তাদের গোয়েন্দা নজরদারি ও নানা কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত হয়ে র‍্যাব-১১ এবং র‍্যাব-১ এর যৌথ আভিযানিক দল বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় গাজীপুর জেলার সদর থানাধীন শিমুলতলী এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে গ্রেফতার করা হয় মামলার এজাহার নামীয় প্রধান আসামী আউয়ালকে।


আরও পড়ুন: নারায়ণগঞ্জের বন্দরে নিজের হাতে বোমা বিস্ফোরণে ডাকাত নিহত

 

পরে জিজ্ঞাসাবাদে আউয়াল প্রতিবন্ধী ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ স্বীকার করেন।

 

মামলার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি আউয়ালকে বুধবাত রাতে ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও র‍্যাব জানিয়েছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন