মেলবোর্নে বিশ্ব বাণিজ্য সম্মেলনে দেশকে প্রতিনিধিত্ব করবেন আরিফিন রাফি

৪ সপ্তাহ আগে
মেলবোর্নে বিশ্ব বাণিজ্য সম্মেলনে দেশকে প্রতিনিধিত্ব করবেন জেসিআই বাংলাদেশের ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট আরিফিন রাফি আহমেদ।

আগামী ২–৪ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক সম্মেলনে JCI in Business (JIB)-এর পক্ষ থেকে ইন্টারন্যাশনাল বিজনেস ম্যাচিং সেশন-এ বক্তব্য রাখবেন তিনি।

 

বিশ্বের নেতৃস্থানীয় উদ্যোক্তা, শিল্প নেতা ও নীতিনির্ধারকদের মিলনমেলা হিসেবে পরিচিত ‘ওয়ার্ল্ড চেম্বার্স কংগ্রেস’ আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং শিল্পের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত।

 

আরিফিন রাফি আহমেদ দীর্ঘ ১২ বছরেরও বেশি সময় ধরে ফার্মাসিউটিক্যালস, প্রযুক্তি, হসপিটালিটি এবং ই-কমার্স খাতে সফলভাবে নেতৃত্ব দিয়ে আসছেন। বর্তমানে তিনি টেকনো ড্রাগস পিএলসি, পালস টেক লিমিটেড এবং গ্রিনটেক হলিডেজ লিমিটেডসহ একাধিক প্রতিষ্ঠানের নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার ব্যবসায়িক কার্যক্রম বাংলাদেশের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃত; যেখানে তিনি মূলত গুরুত্ব দিয়েছেন উদ্ভাবন, যুব কর্মসংস্থান এবং বৈশ্বিক প্রভাবের ওপর।

 

আরও পড়ুন: কেন ডলারের চেয়ে স্বর্ণকে বেশি প্রাধান্য দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংকগুলো?


ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি নাগরিক সম্পৃক্ততাও সক্রিয় আরেফিন রাফি আহমেদ জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (JCI) বাংলাদেশ-এর ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট এবং JCI এশিয়া-প্যাসিফিকের স্ট্র্যাটেজিক ইমপ্লিমেন্টেশন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সম্মেলনকে তিনি বিশ্বের সহকর্মীদের সঙ্গে মতবিনিময়, অভিজ্ঞতা অর্জন ও সীমান্ত পেরিয়ে সহযোগিতার এক অনন্য সুযোগ হিসেবে মনে করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন