মেয়াদোত্তীর্ণ ও অবৈধ খাদ্য সংরক্ষণে খুলনায় জরিমানা

৩ সপ্তাহ আগে
খুলনা মহানগরীর আপার যশোর রোড এলাকায় মেয়াদোত্তীর্ণ ও অবৈধ উপায়ে প্রস্তুতকৃত খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৬ জুন)  পরিচালিত পৃথক অভিযানে কফি শপ ‘কফি গ্লোরি’কে ৫০ হাজার এবং রেস্টুরেন্ট ‘রোভার্স ক্যাফে’কে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।


‘কফি গ্লোরি’র বিরুদ্ধে অভিযোগ ছিল, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রি এবং অবৈধ প্রক্রিয়ায় খাবার উৎপাদন। খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামান এই অভিযান পরিচালনা করেন। একই দিন উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে ‘রোভার্স ক্যাফে’তেও অভিযান চালিয়ে অনিয়মের প্রমাণ পেয়ে জরিমানা করা হয়।


এদিন খুলনা বিভাগজুড়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আটটি ভ্রাম্যমাণ দল একযোগে বাজার তদারকি অভিযান চালায়। চাল, তেল, গ্যাস, সবজি, ডিম, মুরগি, দেশি পেঁয়াজ, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর, গুণগত মান এবং ক্রয়-বিক্রয় রসিদের উপস্থিতি যাচাই করা হয়। অভিযানে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয় এবং কেউ এই নির্দেশনা লঙ্ঘন করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

আরও পড়ুন: মাদক মামলায় খুলনায় ২ যুবকের যাবজ্জীবন

দিনব্যাপী এই অভিযানে খুলনা ছাড়াও মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, বাগেরহাট, নড়াইল ও যশোর জেলার বিভিন্ন বাজারে মোট ১১টি প্রতিষ্ঠানকে ২ লাখ ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।


মাগুরার একতা কাঁচাবাজার ও ঢাকা এলাকায় অভিযান চালিয়ে ‘মেসার্স রিপন বীজ ভান্ডার’কে মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য সংরক্ষণ-বিক্রির অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ঝিনাইদহের কালিগঞ্জে ‘পলাশ ট্রেডার্স’কে মেয়াদোত্তীর্ণ পণ্য ও পণ্যের মোড়কে অনিয়মের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করে ভোক্তা-অধিকার টিম। কুষ্টিয়ার মিরপুর কলেজ মোড়ে ‘ভাই ভাই ট্রেডার্স’-কে ভেজাল পণ্য বিক্রির দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।


বাগেরহাট সদর উপজেলার দেপাড়া বাজারে ‘সিকদার ফার্মেসি’কে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। নড়াইল সদর উপজেলার টার্মিনাল বাজারে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠান—‘কাজী মেডিসিন কর্নার’, ‘শাহজালাল ফার্মেসি’ ও ‘সরদার ডিপার্টমেন্টাল স্টোর’কে যথাক্রমে ২ হাজার, ১ হাজার ৫০০ ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: খুলনায় দুই নারীর শরীরে করোনা শনাক্ত, কিট সংকটে স্বাস্থ্য বিভাগ

এছাড়া যশোর সদর উপজেলার পুলেরহাট বাজারে অভিযান চালিয়ে ‘বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’কে অবৈধভাবে খাদ্য উৎপাদনের দায়ে ৪ হাজার এবং ‘জনতা মেডিকেল’-কে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানানো, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত দামে পণ্য বিক্রির বিষয়ে কড়া নির্দেশনা দেওয়া হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

]]>
সম্পূর্ণ পড়ুন