মেজাজ হারিয়ে দর্শককে মারতে গেলেন খুশদিল

৩ সপ্তাহ আগে
ব্যর্থতার ট্যালি কেবল বড়ই হচ্ছে পাকিস্তান ক্রিকেট দলের। ওয়ানডে এবং টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন দলটি সর্বশেষ কয়েকটি আইসিসি টুর্নামেন্টে কোনো পাত্তাই পায়নি। তবে এবার দ্বিপাক্ষিক সিরিজেও ক্রমাগত ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছে দলটি।

ঘরের মাঠের সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচও জিততে পারেনি পাকিস্তান। এবার নিউজিল্যান্ডে গিয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজেও হারের মুখ দেখেছে দলটি। শনিবার (৫ এপ্রিল) সিরিজের শেষ ম্যাচে মোহাম্মদ রিজওয়ানের দলকে ৪৩ রানে হারিয়ে হোয়াইটওয়াশ করেছে কিউইরা। 

 

মাঠে দলের হোয়াইটওয়াশের দিনে ভিন্ন কারণে আলোচনায় এসেছেন খুশদিল শাহ। লজ্জাজনক হোয়াইটওয়াশের দিন গ্যালারিতে থাকা এক সমর্থককে পেটাতে তেড়ে গিয়েছেন এই অলরাউন্ডার। নিরাপত্তাকর্মী এবং সতীর্থদের হস্তক্ষেপে অবশ্য থামানো গিয়েছিল তাকে।  

 

সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে কোনো ম্যাচেই মাঠে নামার সুযোগ পাননি খুশদিল। তবে দলের লজ্জাজনক হোয়াইটওয়াশ যে বেশ অনেকটাই পীড়া দিয়েছে তাকে, সেটা স্পষ্টভাবেই বোঝা গেছে সমর্থকের মন্তব্যে মেজাজ হারানোয়।

 

ঘটনার সূত্রপাত ম্যাচের একদম শেষে। পুরস্কার বিতরণের আনুষ্ঠানিকতা সেরে তখন পুরো পাকিস্তান দল ফিরছিল ড্রেসিংরুমের দিকে। সেসময় মাঠে উপস্থিত কিছু দর্শক পাকিস্তানের সব খেলোয়াড়কে উদ্দেশ্য করে তীর্যক মন্তব্য ছুঁড়ে দেন। আর সেটা একেবারেই ভালোভাবে নেননি খুশদিল।  

 

আরও পড়ুন: ফিল্ডারের ছোড়া বলে আঘাত পেয়ে হাসপাতালে ইমাম-উল-হক

 

মেজাজ হারিয়ে সেই দর্শকের দিকে তেড়ে যান এই অলরাউন্ডার। বাউন্ডারি লাইনের বিজ্ঞাপনী বোর্ড পেরিয়ে আলাদা বেষ্টনীর কাছাকাছি পর্যন্ত চলে গিয়েছিলেন। সেখান থেকে অবশ্য বেশ কষ্ট করেই তাকে ফিরিয়ে আনা হয়।

 

পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুজন আফগান নাগরিক পুরোটা সময় ক্রিকেটারদের নাম ব্যবহার করে তীর্যক বাক্য ছুঁড়ে দিচ্ছিল। খুশদিল তাদের থামতে বললেও তারা থামেননি। এরপরেই মেজাজ হারান তিনি। এ ঘটনায় এখন পর্যন্ত দায়িত্বশীল কারো মতামত জানা যায়নি। 

]]>
সম্পূর্ণ পড়ুন