মেঘনায় ফিল্মি স্টাইলে ২ ট্রলারে ডাকাতি

১ সপ্তাহে আগে
মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে দুটি যাত্রীবাহী ট্রলারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেঘনা নদীর চরকিশোরগঞ্জ ও গজারিয়া নৌরুটের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, সংঘবদ্ধ একটি ডাকাত দল আগ্নেয়াস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
 

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রলার দুটি যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা হয়। মাঝনদীতে পৌঁছালে একটি সাদা রঙের দ্রুতগামী স্পিডবোটে করে ১৪-১৫ জনের একদল সশস্ত্র ডাকাত অতর্কিত হামলা চালায়। ডাকাত দলের সদস্যদের হাতে পিস্তলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। তারা ট্রলার দুটির গতিরোধ করে ভেতরে ঢুকে পড়ে এবং যাত্রীদের এলোপাতাড়ি মারধর শুরু করে। এরপর অস্ত্রের মুখে সবার কাছ থেকে সর্বস্ব লুটে নেয়।


মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুরের বাসিন্দা মো. খলিল মিয়া বলেন, ‘স্পিডবোটে এসে ডাকাতরা আমাদের ট্রলার থামিয়ে দেয়। তাদের হাতে পিস্তল দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। আমি নগদ টাকা দিতে রাজি না হওয়ায় তারা আমাকে মারধর করে আমার কাছ থেকে ৬৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।’

আরও পড়ুন: দুই ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি


আরেক ভুক্তভোগী আকবর আলী জানান, ডাকাতরা ট্রলারে উঠে তাণ্ডব চালিয়ে সব লুটে নেয় এবং কাজ শেষে দ্রুত স্পিডবোট নিয়ে চাঁদপুরের দিকে পালিয়ে যায়। এই ঘটনায় সাধারণ যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।


চরকিশোরগঞ্জ ফেরিঘাট এলাকায় অপেক্ষমাণ যাত্রী আলমগীর হোসেন সামী জানান, ঘাটে পৌঁছানোর পর তিনি অসংখ্য মানুষকে রক্তাক্ত ও ডাকাতির শিকার হতে দেখেন। নৌপথে নিয়মিত এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি দ্রুত নিরাপত্তা জোরদার ও ডাকাতদের গ্রেফতারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।


এ বিষয়ে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি আগে অবগত ছিলাম না। তবে এখন খবর পাওয়ামাত্রই দ্রুত খোঁজখবর নেয়া শুরু করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন