মেঘনায় নৌকা থেকে পড়ে জেলের মৃত্যু

২ সপ্তাহ আগে
ভোলার মনপুরায় মেঘনায় পড়ে গিয়ে মহিউদ্দিন নামের এক জেলের মৃত্যু হয়েছে। নদীতে মাছ ধরা শেষে ঘাটে ফিরে নৌকা নোঙর করার করার সময় নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।

নিখোঁজের প্রায় ৬ ঘন্টা পর শুক্রবার (২০ জুন) দুপুরে অন্য জেলেদের সহায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করে স্বজনরা। পরে পুলিশ এসে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে জেলের মরদেহ হস্তান্তর করে।


নিহত জেলে মহিউদ্দিন উপজেলার হাজিরহাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত জয়নাল আবেদিনের ছেলে। তিনি ইসমাইল মাঝির নৌকার জেলে ও বাবুর্চির (রান্নার) দায়িত্বে ছিলেন।


নৌকার মাঝি ইসমাইল জানান, মেঘনায় মাছ ধরে শুক্রবার সকাল ৮ টায় দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের  আলমপুর সংলগ্ন ঘাটে নৌকা নোঙ্গর করেন।  নিহত জেলে মহিউদ্দিন নৌকা থেকে নামার সময় নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন। খোঁজাখুজির এক পর্যায়ে দুপুর ২টায় ঘটনাস্থালের কাছ থেকেই মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ এসে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে।


আরও পড়ুন: সাগরের ঢেউয়ে দুই নৌকার সংঘর্ষে জেলে নিহত


এ ব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান, আইনিপ্রক্রিয়া শেষে জেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন