শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত সিনেমাটি সারাদেশে ১৩২ প্রেক্ষাগৃহে চলছে। ঈদের একদিন আগে ‘তাণ্ডব’ সিনেমার হললিস্ট প্রকাশ করেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। শুক্রবার (৬ জুন) রাতে ফেসবুকে ‘তাণ্ডব’ সিনেমার নতুন একটি পোস্টার শেয়ার করেন। যেখানে রয়েছে সিনেমাটির হল তালিকা।
ক্যাপশনে শাকিব লেখেন, বছরের সর্বোচ্চ রিলিজ। ‘তাণ্ডব’র প্রথম সপ্তাহের হললিস্ট দেখে নিন। সবাইকে ঈদ মোবারক।
শাকিবের সিনেমার জয়জয়কার চারদিক। এমন সময়ে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়, মেগাস্টার শাকিবকে কীভাবে দেখে তার ছেলেরা।
আরও পড়ুন: স্পেশাল মানুষের জন্য কোরবানির মাংস রান্না করলেন অপু বিশ্বাস
কিছুটা মুচকি হেসেই অভিনেতা বলেন, আমার দুই ছেলেই আমার কাজ দেখতে খুবই পছন্দ করে। আব্রামতো এখন একটু বড়, তাই ও বোঝে বাবার সিনেমা। বিষয়টা উপভোগ করে দারুণভাবে।
একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যায় ‘তাণ্ডব’ সিনেমার গল্প। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ প্রযোজিত রায়হান রাফীর এ গল্পে যৌথভাবে চিত্রনাট্য করেছেন পরিচালক নিজে ও আদনান আদিব খান।
সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যায় শাকিবকে। তার সঙ্গে পর্দায় দীর্ঘ ৯ বছর পর দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। সঙ্গে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর।
আরও পড়ুন: মুক্তির প্রথম দিনই ‘তাণ্ডব’ সিনেমার মিড নাইট শো চলছে...
‘তাণ্ডব’-এ আরও রয়েছেন আফজাল হোসেন, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, মিশা সওদাগরের মতো তারকারা।