এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, স্থানীয় সময় সোমবার (১০ মার্চ) এসব দুর্ঘটনা ঘটেছে।
উত্তরাঞ্চলের ডুরাঙ্গো রাজ্য কর্তৃপক্ষ জানায়, যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে যাত্রী নিয়ে আসা একটি বাসের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে ১৪ জন প্রাণ হারিয়েছেন। বাসটিতে ২৪ জন যাত্রী ছিল।
আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় ১ বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা রাজ্যে একটি বাস দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১২ জন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
এসব দুর্ঘটনার বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
জানা যায়, দেশটিতে উচ্চ গতি, যানবাহন ও রাস্তার বেহাল দশা এবং চালকের ক্লান্তির কারণে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে।
]]>