সঞ্জয় কাপুরের মৃত্যুর কারণ হিসেবে জানা যায়, লন্ডনে পোলো খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। শোনা যাচ্ছে, মৃত্যুর সময় সঞ্জয়ের গালে নাকি একটি মৌমাছিও ঢুকে যায়; সেটি বের করার সময় আতঙ্কিত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সঞ্জয়।
এমন সময়ে নানা প্রশ্নের জন্ম দেয় মৃত্যুর তিন দিন আগের সঞ্জয়ের একটি পোস্ট। সেই পোস্টে সঞ্জয় লিখেছিলেন, ‘এই পৃথিবীতে তোমার সময় খুব সীমিত। তাই কী হলে কী হতে পারত, এসব ‘যদি’র বিষয় দার্শনিকদের ভাবতে দিয়ে বরং নিজেকে প্রশ্ন করুন, আপনি কেন কাজটা করছেন না?’
আরও পড়ুন: কত টাকার সম্পত্তির মালিক সঞ্জয়, কারিশমার ছেলে-মেয়ে পাবে কত?
আর ঠিক এই পোস্ট নিয়ে রহস্য ঘনিয়েছে। নেটিজেনদের মধ্যে প্রশ্ন, তাহলে কি মৃত্যুর আগে কিছু টের পেয়েছিলেন সঞ্জয় কাপুর?
কারিশমার প্রাক্তন স্বামীর হঠাৎ মৃত্যুতে হতবাক নেটিজেনরা। শোক ছড়িয়ে পড়েছে বলিউড ইন্ডাস্ট্রিতেও। সঞ্জয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কারিশমার সঙ্গে দেখা করেছেন তার বোন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও তার স্বামী সাইফ আলি খান।
শিল্পপতি সঞ্জয় কাপুর প্রথমে ফ্যাশন ডিজাইনার নন্দিতা মাহতানিকে বিয়ে করেন। দাম্পত্য সুখ না থাকায় ২০০৩ সালে বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরকে বিয়ে করেন তিনি। কিন্তু ২০১৪ সালে তাদের বিয়ে ভেঙে যায়। সঞ্জয় ও কারিশমার সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
আরও পড়ুন: কারিশমার প্রাক্তন স্বামী সঞ্জয়ের মৃত্যুর কারণ জানা গেল
কারিশমার সঙ্গে বিচ্ছেদের পর মডেল প্রিয়া সচদেবের প্রেমে পড়েন তিনি। ২০১৭ সালে ভালোবেসে প্রিয়ার সঙ্গে তৃতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন সঞ্জয় কাপুর।